প্রসঙ্গ – হিউম্যানিটি

 

তখনও অফিসিয়ালি গ্র্যাজুয়েট হইনি। লাস্ট ইয়ারের পরীক্ষা দিয়েছি মাত্র। লাস্ট ইয়ারের পরীক্ষা শেষ হতে না হতেই বা তারও আগে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান স্নাতকোত্তর এর ফর্ম ফিল আপ করতে দেয়।

আশেপাশের কোন বন্ধুর এটিএম কার্ড ছিলো না বলে আমার কার্ড দিয়ে অনেকেই ফর্ম ফিল আপ করতো। যা হোক্…..

সেবার বেনারস হিন্দু ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ। আমার বন্ধু তাপস আমায় ধরেছে, সেই মিস ট্রান্সজাকশনের যুগে আমার অকুতোভয়ই হয়তো আমার কথা ভাবতে তাকে বাধ্য করে।

ফরম ফিল শুরু করলাম। তার আগে অবশ্য আমি ঐ একই কাজ করেছি। তাই ঐ ফরম্যাটটা মোটামুটি মনেই ছিলো। তবে যে জিনিসটা নিয়ে বলছি সেটা ভাসা ভাসা মনে পড়ছে।
রিলিজিয়ন এর জায়গাটায় আসতেই (ঠিক মনে নেই বানান করে লিখতে হয়েছিলো নাকি অপশনের মধ্যে চয়েস করতে হয়েছিল) তাপস থামিয়ে দিলো।
আমি তো অবাক৷ এমনিতেই বন্ধুটি যুক্তিবাদী সংগঠনের সক্রিয় সদস্য, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসীও নয়, পরিবেশপ্রেমী এবং বিজ্ঞান-সচেতনতাটা তীব্রভাবে আছে।
আমি কিছু বুঝে ওঠার আগে বললো – “ওটা অন্য কিছু করলে হয় না?”
( সম্ভবত কোনো অপশন থেকে বাছতে হয়নি তখন, তাহলে তো খবর হয়ে যেতো৷ আবার ফাঁকাও রাখা যাবে না, পাওয়ার প্লের মতো ম্যানডেটোরি)
আমি বললাম – “সে আবার কি?”
(দেখছি আমি…..)
বললো – “এই ধর যদি Others করে Humanism করি….!”

বলেছিলাম – “ধর্, তোকে প্রমাণ হিসেবে কিছু চাইলো, তখন কি করবি? কি দরকার ভাই, বেকার চব্ব করে! বাদ দে….”

টিকটিকর মতো ঘাড় নাড়লো আর একটা সল্প তীব্রতার ‘হুমমম’ ছেড়ে বললো — “যাক্ গে বাদ দে…”

বললাম – “দেখ ভাই তুই যে কাজ করিস তার জন্য তুই এমনিতেই মানবতাবাদী, তার জন্য খাতায় কলমে যাওয়ার দরকার নেই।”

আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতগুলো প্রশ্ন করতে ইচ্ছে করে….

Religion – Humanity করলেই কি মানবতাবাদী হওয়া যায়?
নাকি নির্দিষ্ট কোনো ধর্মে থেকে মানবতাবাদী হওয়া যায় না?
মানুষের প্রতি যত দরদ তার মানে ধর্ম – হিউম্যানিটি হলেই থাকবে? অন্যথায়?
নাকি যে কোনো ধর্মই আমার চোখে এতো খারাপ হয়ে গেছে যে EMV এর NOTA মতো আশ্রয়ে গিয়ে বেশ হাওয়া লাগাতে পারবো?
কোনটা? জানতে ইচ্ছে করছে।

****** ****** ****** ******

© শুভঙ্কর দত্ত || June 1, 2019